রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৪

যারা স্ক্রিনশট ছড়াচ্ছে তাদের ছ্যাচড়া আখ্যা দিলেন সাবা

যারা স্ক্রিনশট ছড়াচ্ছে তাদের ছ্যাচড়া আখ্যা দিলেন সাবা
অভিনেত্রী সোহানা সাবা

ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামীপন্থি অভিনয় শিল্পীদের নিয়ে গঠিত ‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে আলোচিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। 

তাকে বিভিন্ন সময় আওয়ামী লীগের ব্যানারে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করতেও দেখা গেছে। 

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় পরোক্ষভাবে দেওয়া স্ট্যাটাসে সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সোহানা সাবা।

 

সম্প্রতি তিনি নেটিজেনদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দেন। তা হুবহু তুলে ধরা হলো-

 

কিছু অভাগা যারা গত ১৮বছর ধরে আমায় ফলো করে আসছেন- ইনবক্সে নক করে আসছেন আর ফ্রেন্ডলিস্টে একটু জায়গা পেতে আমাকে রিকোয়স্ট করে আসছেন .. তারা আমার হ্যাকড আইডি থেকে পাওয়া গ্রুপ ইনভাইটেশন পেয়ে যারপর নাই পুলোকিত!!! তাদের ছ্যাচড়ামির বড় প্রমান দিতে তারা রিকোয়েস্টের স্ক্রিনশট পোস্ট করে হেভি লাইক কমেন্ট কামানোর ব্যাপারে উৎসাহী!! হ্যা ভাই হ্যা আপনি অনেক বড় “লায়েক”!!

যদিও আমি শিওর আমার ভাই অথবা এরকম অনেক সুদর্শন ও সুশিক্ষিত সুপুরুষ হলে এটুকুতে নিজের আত্বসম্মান খোয়াতে যেত না!! সে যাই হোক ….

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়