সোমবার ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১২ জানুয়ারি ২০২৬

‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর

‘ডট বিডি’ ডোমেইন নিয়ে বড় সুখবর
ছবি: সংগৃহীত

দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ বাড়াতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। জনপ্রিয় ডট বিডি ডোমেইনের দুইটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মূল্যে, ডট বিডি থার্ড লেভেল ডোমেইন (যেমন: abc.com.bd) এর রেজিস্ট্রেশন ফি কমে ১,১০০ টাকার বদলে ৭০০ টাকা এবং রিনিউয়াল ফি কমে ১,৬০০ টাকার বদলে ১,০২০ টাকা করা হয়েছে। অন্যদিকে, ডট বিডি সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: abc.bd) এর রেজিস্ট্রেশন ফি কমে ২,০০০ টাকার বদলে ১,২৮০ টাকা এবং রিনিউয়াল ফি কমে ২,৫০০ টাকার বদলে ১,৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে উভয় ক্যাটাগরিতে ৩৬ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে।

বিটিসিএল জানিয়েছে, ডট বিডি ডোমেইন সহজলভ্য হওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। এটি সরকারি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য এবং স্থানীয় সার্চ রেজাল্টে ভালো র‌্যাঙ্কিং তৈরিতে সহায়ক।

মূল্যছাড়ের সঙ্গে ভ্যাট প্রযোজ্য হবে এবং বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সকল নিয়মাবলি মেনে চলা আবশ্যক। বিটিসিএল সতর্ক করেছে, এই ছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য।

প্রতিষ্ঠানটি আশা করছে, এই উদ্যোগ দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ডট বিডি ডোমেইনের ব্যবহার বাড়াবে।

আরও পরুন: