মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। রবিবার (২১ সেপ্টেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল।

নিউইয়র্কে জাতিসংঘে পর্তুগালের স্থায়ী মিশনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া আমাদের পররাষ্ট্রনীতির মৌলিক ও অপরিবর্তনীয় নীতির বাস্তবায়ন। ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হলো দ্বি-রাষ্ট্র ব্যবস্থা, আর সেটিকেই আমরা সমর্থন করি।”

গাজায় যুদ্ধবিরতি এখন অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বীকৃতি দেওয়া গাজায় চলমান মানবিক বিপর্যয় মুছে দেবে না। ইসরায়েলের সৃষ্ট দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ এবং অবৈধ বসতি স্থাপনের আমরা নিন্দা জানাই।”

এর আগে একই দিনে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর ফলে যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি-৭ দেশ হিসেবে এ পদক্ষেপ নিল।

এদিকে, সোমবার নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ একই পথে হাঁটবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়