রোববার ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের বৃহৎ মুসলিম দেশের কথায় ‘অবাক’ ইসরায়েল

বিশ্বের বৃহৎ মুসলিম দেশের কথায় ‘অবাক’ ইসরায়েল
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু হয়েছে গত মঙ্গলবার। উদ্বোধনী অধিবেশনের কেন্দ্রবিন্দু ছিল গাজা-ইসরায়েল যুদ্ধ। এদিন বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো এ বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি বলেন, “আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পেতে হবে। তবে আমাদের ইসরায়েলের নিরাপত্তাকেও দেখতে হবে। তখনই আমরা সত্যিকারের শান্তি পাব।” বক্তৃতার শেষাংশে তিনি হিব্রু শব্দ ‘সালোম’ উচ্চারণ করেন, যার অর্থ শান্তি। বিষয়টি দেখে ইসরায়েলের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন।

সুবিয়ান্তো আরও বলেন, “শান্তির একমাত্র সমাধান হলো ইব্রাহিমের বংশধর—আরব ও ইহুদিদের মধ্যে পুনর্মিলন। মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ—সবাইকে এক মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে। ইন্দোনেশিয়া এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এটি হয়তো শুধুই একটি স্বপ্ন, কিন্তু এটি এমন এক সুন্দর স্বপ্ন যার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

একজন ইসরায়েলি কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যে তারা অবাক হয়েছেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে সুবিয়ান্তো জানিয়েছেন, ইসরায়েল যখনই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, তখনই ইন্দোনেশিয়াও ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়