ইসরায়েলের কাছে ২ মৃতদেহ হস্তান্তর করেছে হামাস
 
					ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে পাওয়া মরদেহগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হবে।
চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ইতিমধ্যে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। পাশাপাশি ইসরায়েলি সেনারা পিছু হটেছে, হামলা বন্ধ করেছে এবং ত্রাণ প্রবেশ বাড়িয়েছে।
চুক্তি অনুযায়ী, যুদ্ধে নিহত ৩৬০ জন ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ ফেরতের বিনিময়ে হামাস ২৮ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত হামাস ১৫টি মৃতদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলের দাবি, হামাস বাকি মরদেহগুলো ফেরত দিতে অতি ধীরগতিতে কাজ করছে। তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধার করতে সময় লাগছে।
সূত্র: রয়টার্স
 
				 (4).png) 
				


























