বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রাহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ২৬ নভেম্বর ২০২৫

হংকংয়ের বহুতল আবাসিক ভবনে আগুন

হংকংয়ের বহুতল আবাসিক ভবনে আগুন
ছবি: সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ৩১ তলার ভবনগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ভবনগুলো থেকে ঘন ধূসর ধোঁয়া বের হতে দেখা যায়।

এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

আগুন নেভানোর সময় দমকল বিভাগের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থলের পাশে একটি উঁচু ফুটওভার ব্রিজে বহু মানুষ দাঁড়িয়ে হতভম্ব হয়ে ভবনগুলো থেকে বের হওয়া ধোঁয়া দেখছিলেন।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এখনো কয়েকজন মানুষ জ্বলন্ত ভবনগুলোর ভেতরে আটকে আছে। এ ছাড়া দুজন গুরুতরভাবে দগ্ধ হয়েছে।

তাদের অবস্থা আশঙ্কাজনক। ভবনগুলোর কিছু অংশে বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) লাগানো ছিল। রয়টার্স জানিয়েছে, রাস্তাজুড়ে অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুল্যান্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়টার্সকে জানিয়েছে, এখনো কতজন ভেতরে আটকে থাকতে পারে, তার সঠিক সংখ্যা তারা জানে না।

দমকল বিভাগ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো এলাকার ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে বিকেল ৩টা ৩৪ মিনিটে আগুনের মাত্রা বেড়ে গেলে ৪ নম্বর সতর্কতা দেওয়া হয়, যা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।

ওয়াং ফুক কোর্ট একটি আবাসিক কমপ্লেক্স। যেখানে আটটি ভবন মিলিয়ে প্রায় ২ হাজারটির মতো ফ্ল্যাট রয়েছে। ভবনগুলোর কয়েকটির বাইরের অংশে এখনো বাঁশের মাচা (স্ক্যাফোল্ডিং) লাগানো আছে।

হংকং এখনো বিশ্বের কয়েকটি স্থানের একটি, যেখানে নির্মাণকাজে ব্যাপকভাবে বাঁশের মাচা ব্যবহার করা হয়। হংকংয়ের পরিবহন বিভাগ জানিয়েছে, আগুনের কারণে তাই পো রোডের পুরো একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাসগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এটি শহরের দুইটি প্রধান মহাসড়কের একটি। 

সূত্র : রয়টার্স

জনপ্রিয়