স্বর্ণের দামে বড় লাফ, দেশে ভরি কত?
২০২৬ সালের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার (২ জানুয়ারি) স্পট গোল্ডের দাম ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৩৭২.৩৫ ডলারে পৌঁছেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদাই মূলত এই মূল্যস্ফীতির পেছনের কারণ হিসেবে কাজ করছে।
ফেব্রুয়ারির ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৮৪.৮০ ডলারে লেনদেন হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, “মূল্যবান ধাতুগুলো ২০২৫ সালের ধারাবাহিকতায় ২০২৬ সালও শুরু করেছে।”
২০২৫ সালে বুলিয়ন বাজারে তীব্র উত্থান দেখা গিয়েছিল। বছরের শেষে স্বর্ণের বার্ষিক মূল্য বৃদ্ধি ৬৪ শতাংশে পৌঁছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ রেকর্ড।
গত বছরের এই অগ্রগতি জোরদার হয়েছে সুদের হারের হ্রাস, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিগত শিথিলতার প্রত্যাশা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী চাহিদা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে।
প্রায় দুই মাসের বিরতির পর চলতি সপ্তাহে ভারত ও চীনের প্রধান স্বর্ণ বাজারগুলোতে প্রিমিয়ামে লেনদেন শুরু হয়েছে। সর্বকালের সর্বোচ্চ দামের পর দাম কিছুটা কমে আসায় খুচরা চাহিদা বৃদ্ধি পেয়েছে, যা পূর্বে রেকর্ড মূল্য বৃদ্ধির কারণে চাপের মুখে পড়েছিল।



























