বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

আন্তর্জা‌তিক‌ ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ৬ জানুয়ারি ২০২৬

আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট: মাদুরো

আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট: মাদুরো
ছবি: সংগৃহীত

মাদক ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হয়ে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একই সঙ্গে তিনি আদালতকে জানান, তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট এবং তাকে জোরপূর্বক আটক করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনে একটি ফেডারেল আদালতে মাদুরোকে হাজির করা হয়। এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও তার বিরুদ্ধে আনা মাদক সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

শুনানিকালে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে দায়ের করা অভিযোগগুলো পড়ে শোনান। পরে তার বক্তব্য জানতে চাইলে মাদুরো বলেন, উত্থাপিত কোনো অভিযোগের সঙ্গেই তিনি জড়িত নন এবং এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে, মাদুরোর আইনজীবী আদালতকে জানান, এই মুহূর্তে তার মক্কেল জামিনের জন্য আবেদন করছেন না। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জামিনের আবেদন করা হতে পারে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরা আরও জানায়, মাদুরোর মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন আদালত। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দেন।

জনপ্রিয়