সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৪, ২ ফেব্রুয়ারি ২০২৪

ইসরায়েলের চার ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইসরায়েলের চার ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

দখলকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিতে অনুমোদন দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসির খবরে বলা হয়েছে নির্বাহী আদেশে জো বাইডেন বলেছেন, পশ্চিম তীরের পরিস্থিতি- বিশেষ করে উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের মাত্রাতিরিক্ত সহিংসতা, মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং সহায় সম্পত্তি ধ্বংস করা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এসব শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।

নিষেধাজ্ঞার আওতায় ওই চার ইসরায়েলি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তি ও দেশটির আর্থিক ব্যবস্থা ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হবেন। তবে যে চার ইসরায়েলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের নাম প্রকাশ করা হয়নি।

নিষেধাজ্ঞার আদেশে বাইডেনের স্বাক্ষরের পর পরই এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। 

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর থেকে বলা হয়েছে, ইসরায়েল সব জায়গাতেই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তাই এ বিষয়ে কারো অস্বাভাবিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। 

এদিকে ইসরায়েলি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞা বিরল ঘটনা হিসেবে দেখছেন অনেকেই।

জনপ্রিয়