শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ১৮ ডিসেম্বর ২০২৫

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত, আহত ১

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত, আহত ১
ছবি: সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম ইমদাদুল হক মিলন (৪৫)। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান সময় পত্রিকার সাংবাদিক এবং শলুয়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন। আহত ব্যক্তির নাম দেবাশীষ বিশ্বাস (৩০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকার সময় তিনটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত ইমদাদুল হক মিলনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। এ সময় দেবাশীষ বিশ্বাসও গুলিবিদ্ধ হন। গুলি ছুড়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত দেবাশীষ বিশ্বাসকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জনপ্রিয়