বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ২৯ জানুয়ারি ২০২৬

অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি

অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পরিচয়পত্র (কার্ড) প্রদান করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘সাংবাদিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে আমরা কার্ড ব্যবস্থায় আগের পদ্ধতিটি পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছি। অনলাইনে যেসব কার্ড ইতোমধ্যে দেওয়া হয়েছে, সেগুলো বহাল থাকবে। পাশাপাশি সাংবাদিকরা অতীতে যেভাবে অফলাইনে কার্ড পেতেন, সেভাবেও তা গ্রহণ করতে পারবেন। তবে এ প্রক্রিয়া চালু করতে আমাদের কিছুটা সময় লাগবে। আগামীকাল থেকেই কার্ড দেওয়া সম্ভব হবে না। পদ্ধতিটি পুনরায় কার্যকর করতে সামান্য সময় প্রয়োজন।’

সর্বশেষ