প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর
রাজধানীর কাওরানবাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা প্রথম আলো অফিসের সামনে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা গণমাধ্যমকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। এখানে কয়েকশ মানুষ একত্রিত হয়ে হামলা চালিয়েছে।”
তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ভাঙচুর চালাতে দেখা গেছে।
এদিকে, প্রথম আলো অফিসের ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে তাদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে…



























