রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:২৯, ৬ অক্টোবর ২০২৪

পঁচা কাবাব দেওয়ার প্রতিবাদ করায় স্টার কাবাবে সাংবাদিকে নির্যাতন

পঁচা কাবাব দেওয়ার প্রতিবাদ করায় স্টার কাবাবে সাংবাদিকে নির্যাতন
সংগৃহীত

বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পঁচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় সাংবাদিক অলককে ব্যাপক মারধর করেছে সেই হোটেলের কর্মকর্তা কর্মচারীরা।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এতে গ্রাহক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায়, কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। গুরুতর আহত গ্রাহক কুর্মিটোলা হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। 

গ্রাহকের রক্তাক্ত একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে তাকে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবার গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাব এর ম্যাবেজার বলেন, জীবনে টিক্কা খাননি আপনি। এটা এমনই হয়। একথা শুনে গ্রাহক প্রতিবাদ করলে আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন। 

এতে ম্যানেজার কলিংবেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা গ্রাহক অলককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে থেকে নিচতলায় নামান এবং নিচতলায় সিড়ির নিচে ফেলে ব্যাপক মারধর করেন। এতে স্টার কাবাবের ১৪ থেকে ১৫ জন হামলায় অংশ নেন। 

আহত অলক কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়