"বাংলাদেশের খবর" অনলাইনে যোগ দিলেন সাংবাদিক জামাল উদ্দিন সজিব

দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশের খবর–এর অনলাইন (মাল্টিমিডিয়া ও ডিজিটাল) বিভাগে রিপোর্টার হিসেবে যোগদান করেছেন সাংবাদিক মোঃ জামাল উদ্দিন সজিব।
ফেনী জেলার ফুলগাজী উপজেলার গোসাইপুর গ্রামের সন্তান জামাল উদ্দিন সজিব এর আগে জাতীয় দৈনিক আজকের পত্রিকা, দৈনিক আমাদের ফেনী, দৈনিক আমার ফেনী–তে ফুলগাজী প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদে কাজ করেছেন এবং ফুলগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
প্রবাসী সংবাদ মাধ্যমেও রয়েছে তাঁর সক্রিয় ভূমিকা। তিনি রাজধানী ঢাকা থেকে প্রকাশিত প্রবাস নিউজ ও সাপ্তাহিক প্রবাস–এ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশের খবর-এর অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগে যোগ দিয়ে তিনি দেশ ও মানুষের জন্য আরও নিবেদিত হয়ে কাজ করতে আগ্রহী। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন এবং যারা তাঁর পাশে ছিলেন ও আছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।