রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ১৩ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সহায়ক তথ্য দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই তদন্ত জোরদার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়