শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৫

শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও তাঁর একমাত্র সন্তানের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে। তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আগামী শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা।

জনপ্রিয়