শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২৭ ডিসেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। তাকে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ঝিনাইদহ-৪ আসনের সব নেতাকর্মীকে রাশেদ খানের জন্য কাজ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, “জিয়াউর রহমানকে আমি আদর্শ মনে করি এবং তারেক রহমান আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাব।”

জনপ্রিয়