বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ৬ জানুয়ারি ২০২৬

রুমিন ফারহানার মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য

রুমিন ফারহানার মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার একটি পূর্বঘোষিত নির্বাচনী পথসভায় বাধা সৃষ্টি করা হয়েছে এবং সভার মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। সভা শুরুর আগেই মঞ্চ ভেঙে দেওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজের গাড়ির ওপর দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, অরুয়াইল এলাকায় তার নির্ধারিত সভায় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা বাধা সৃষ্টি করেছে। যদিও কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর নাম উল্লেখ করেননি, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের এ ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সভায় তিনি অরুয়াইল চিত্রা নদীর ওপর সেতু নির্মাণ এবং এলাকার সড়ক অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, এমপি থাকাকালে সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলেন এবং নির্বাচিত হলে সড়ক, সেতু ও কালভার্টের অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন।

এছাড়া তিনি নতুন বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ বালু ব্যবসার কোনো স্থান থাকবে না এবং নিরীহ মানুষকে হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি বন্ধ করা হবে বলে অঙ্গীকার করেছেন। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং যুব উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের কথাও জানান তিনি।

উল্লেখ্য, রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।

জনপ্রিয়