মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ১৯ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির : মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে বিএনপির : মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। আমাদের কাছে যেসব বিষয়ে সমস্যা মনে হয়েছে, সেগুলো আমরা রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতা ও দক্ষতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।

সোমাবর (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনের সময় বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতে পারে—এটা নতুন কোনো বিষয় নয়। 

বিএনপি মহাসচিব বলেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি ভবিষ্যতেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবে।

সর্বশেষ