নির্বাচনি প্রচারে খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করা হচ্ছে: নাহিদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক সভার নামে একপক্ষীয় নির্বাচনি প্রচারণা চালানো হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে শোক সভার নামে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচার চালানো হচ্ছে এমনকি কম্বল বিতরণের মতো কার্যক্রমও এর অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।
এই সামগ্রিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (ইসি) নির্লিপ্ততা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন যে কমিশন এসব আচরণবিধি লঙ্ঘন দেখেও না দেখার ভান করছে।
নাহিদ ইসলামের মতে আইন সবার জন্য সমান হওয়া উচিত কিন্তু বর্তমানে নির্দিষ্ট একটি দলের প্রার্থীরা প্রচারণার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাচ্ছেন যা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পথে বড় বাধা। তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন আইনের ভুল প্রয়োগ করছে এবং যেখানে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেখানে তারা নীরব ভূমিকা পালন করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির পক্ষ থেকে এসব উদ্বেগ ও পর্যবেক্ষণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে নাহিদ ইসলামের পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন। প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করে বলেছেন যে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে এবং কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই।
তবে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন যে নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় সরকারকে আরও সোচ্চার হতে হবে। উল্লেখ্য যে ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে রাজনৈতিক অঙ্গনে এটি একটি স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং নির্বাচনি প্রচারণায় এর প্রভাব নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক চলছে।



























