শুধু দল নয়, বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো: তাহের
জনগণের ম্যান্ডেট পেয়ে সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামীর পূর্ণ প্রস্তুতি রয়েছে। দলটি ক্ষমতায় গেলে শুধু দলীয় নেতাদের মধ্য থেকেই মন্ত্রী নিয়োগ দেওয়া হবে—এমন কোনো চিন্তা নেই। বরং যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের মানুষের মধ্য থেকেই মন্ত্রী নির্বাচিত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য মানুষ রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো যোগ্য মানুষও রয়েছে। সুতরাং পুরো বাংলাদেশকে বিবেচনায় নিলে যোগ্য লোকের কোনো অভাব হবে না।
ডা. তাহের আরও জানান, জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা উপস্থাপন করছে। পাশাপাশি দলের প্রস্তাবিত ফরেন পলিসি, মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্সভিত্তিক মূল প্রকল্পগুলোর রূপরেখাও জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে যে বর্তমান সংকট তৈরি হয়েছে, তা কীভাবে মোকাবিলা করা যায়—সে বিষয়ে দলটির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ বাড়ানো, দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসী কর্মসংস্থানের বিভিন্ন ইস্যু নিয়েও তারা কাজ করছে।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে ডা. তাহের বলেন, অনলাইন প্রচারণা একটি নতুন কৌশল, যা আগে ছিল না। আরপিও যতটুকু অনুমোদন দেয়, তার মধ্যেই অনলাইনে বিলবোর্ডসহ বিভিন্ন মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে। তবে দলের প্রধান লক্ষ্য হচ্ছে সরাসরি ‘ওয়ান টু ওয়ান’ যোগাযোগ।
তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে দলের কর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন এবং প্রতিটি মানুষের কাছে সরাসরি পৌঁছানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছেন।



























