মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:২৫, ২৪ জুন ২০২৫

সাবেক

সিইসি নুরুল হুদার ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা

সিইসি নুরুল হুদার ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা
সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও মহান মুক্তিযুদ্ধকালীন ৯ নম্বর সাব-সেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার ওপর মব সন্ত্রাস ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার ওপর রাষ্ট্রীয় মদদে পুলিশের সামনে বিএনপি-জামাতের জঙ্গি মব সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা ও লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।"

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অবৈধ ও অসাংবিধানিক দখলদার সরকার ইউনুসের প্রত্যক্ষ মদদে ঢাকার উত্তর শাখার স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মোজাম্মেল হক ঢালীর নেতৃত্বে 'জনতা' পরিচয়ে একদল মব সন্ত্রাসী নুরুল হুদার বাসভবনে হামলা চালায়। এরই ধারাবাহিকতায় তাঁকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, “দেশে এখন আইনের শাসন, মানবাধিকার ও ন্যায্য বিচার ব্যবস্থা বলে কিছু নেই। জঙ্গি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানি ভাবধারায় দেশ পরিচালনার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইউনুস সরকার।”

মুক্তিযুদ্ধ মঞ্চ অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে নুরুল হুদার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলে, “বীর মুক্তিযোদ্ধাদের ওপর হামলা ও অপমানের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা ও মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে সঙ্গে নিয়ে ‘ইউনুস হটাও-দেশ বাঁচাও’ শীর্ষক আন্দোলনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে মুক্তিযুদ্ধ মঞ্চ।”

জনপ্রিয়