শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:৩৩, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হত্যার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা

গোপালগঞ্জে হত্যার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা
সংগৃহীত

গোপালগঞ্জে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ১৫ জন সাধারণ মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এই ঘটনার জন্য সংগঠনটি অবৈধ ও অসাংবিধানিক দখলদার সরকার এবং এনসিপিকে দায়ী করে।

মুক্তিযুদ্ধ মঞ্চ অভিযোগ করেছে, "ইউনুস সরকারের মদদে পরিচালিত কিংস পার্টি (এনসিপি) পরিকল্পিতভাবে গোপালগঞ্জে মব সন্ত্রাস ও উসকানিমূলক কর্মসূচির মাধ্যমে সহিংস পরিস্থিতির সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের ওপর নির্মম হামলা চালিয়েছে।

সংগঠনটির দাবি, নিহতদের মধ্যে ছিলেন দীপ্ত সাহা নামের এক যুবক, যিনি স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আহতদের অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, “যে সেনাবাহিনী ও পুলিশ জনগণের করের টাকায় পরিচালিত হয়, সেই বাহিনীর একটি অংশ জনগণের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে—এটি ’৭১-এর পরাজিত পাকিস্তানি সেনাবাহিনীর কায়দায় নতুন এক গণহত্যা।”

বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের ভূমিকাকে “গণবিরোধী ও কলঙ্কজনক” উল্লেখ করে মুক্তিযুদ্ধ মঞ্চ অবিলম্বে ইউনুস সরকারের পদত্যাগ দাবি করে।

এছাড়াও সংগঠনটি দেশবাসীর প্রতি আহ্বান জানায়, “স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় রাজপথে নেমে আসুন। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দেয়া যাবে না।”