বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৪২, ২৮ আগস্ট ২০২৫

ডিআরইউতে হামলা ও গ্রেফতার নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা

ডিআরইউতে হামলা ও গ্রেফতার নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নিন্দা
সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা এবং বিনা মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে মুক্তিযুদ্ধ মঞ্চ অভিযোগ করে বলেছে, সরকারের নির্দেশে একাত্তরের পরাজিত অপশক্তি জামাত-শিবিরের মদদপুষ্ট মব বাহিনী পরিকল্পিতভাবে ডিআরইউতে আয়োজিত "মঞ্চ ৭১"-এর আলোচনা সভায় প্রবীণ মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়েছে।

এতে বলা হয়, হামলার শিকার হওয়া ব্যক্তিদেরকেই পুলিশ বিনা মামলায় গ্রেফতার করেছে, যা সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দেশে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, বাকস্বাধীনতা ও বিচারব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রাষ্ট্রীয় মদদে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে।

সংগঠনটি বলেছে, “শিবিরের চিহ্নিত জঙ্গিরা পুলিশের সামনেই মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। অথচ হামলাকারীদের পরিবর্তে ভুক্তভোগীদের গ্রেফতার করা হয়েছে, যা মব সন্ত্রাসকে উসকে দিয়েছে।”

মুক্তিযুদ্ধ মঞ্চ অবিলম্বে গ্রেফতার হওয়া নাগরিক সমাজের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংগঠনটির মতে, মুক্তিযোদ্ধাদের ওপর ধারাবাহিক হামলা পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নের অংশ, যা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। রাষ্ট্রকে অবশ্যই এ দায় নিতে হবে এবং প্রতিটি হামলার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে।

সর্বশেষ