বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ২৯ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগ মুহূর্তে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। অভিজ্ঞ ব্যাটার অ্যারন জোন্সকে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে বিশ্বকাপ স্কোয়াডে তার থাকা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতিবিরোধী নীতিমালার পাঁচটি ধারায় জোন্সের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

৩১ বছর বয়সী এই ব্যাটার তখন শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্র দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে অবস্থান করছিলেন। ওই ক্যাম্পে থাকা ১৮ জন ক্রিকেটারের মধ্য থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণার কথা ছিল। তবে সাময়িক নিষেধাজ্ঞার কারণে আপাতত দলে থাকা অসম্ভব হয়ে পড়েছে জোন্সের।

আইসিসির তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বেশিরভাগই ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম-১০ (Bim10) টুর্নামেন্টকে কেন্দ্র করে। এই প্রতিযোগিতাটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)-এর অধীনে আয়োজিত হয়েছিল। এছাড়া দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত, যা আইসিসির দুর্নীতিবিরোধী কোডের আওতায় পড়ে।

আইসিসি আরও জানিয়েছে, বিষয়টি একটি বৃহত্তর তদন্তের অংশ। তদন্ত এগোলে ভবিষ্যতে আরও ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধেও অভিযোগ আসতে পারে।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অ্যারন জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ৫২টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। পাশাপাশি তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত খেলেছেন। তার খেলা উল্লেখযোগ্য লিগগুলোর মধ্যে রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)।

সর্বশেষ