টি-টোয়েন্টিতে মুস্তাফিজের শীর্ষস্থান, সাইফের ব্যাটে নতুন রেকর্ড

এশিয়া কাপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। বুধবার ভারতের কাছে ৪১ রানে হেরে টাইগারদের অপেক্ষা আরও দীর্ঘ হলো। তবে দলীয় ব্যর্থতার মধ্যেও ব্যক্তিগত নৈপুণ্যে সাফল্যের গল্প লিখলেন মুস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।
ভারতের বিপক্ষে ১ উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে (১৪৯)। বর্তমানে বাংলাদেশি বোলারদের তালিকায় ফিজ সবার ওপরে। তার পরে আছেন তাসকিন আহমেদ (৯৯), শেখ মেহেদী (৬১), শরিফুল ইসলাম (৫৮) ও রিশাদ হোসেন (৫৪)।
অন্যদিকে ব্যাট হাতে লড়াই করেছেন সাইফ হাসান। দলের সর্বোচ্চ ৬৯ রানের ইনিংসে ৫১ বলে ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে। ভারতের বিপক্ষেও এক ম্যাচে সর্বাধিক ছক্কার মালিক হয়েছেন এই ডানহাতি ব্যাটার।
তবে সাইফের ব্যাটিংয়ের দিনে ভারতও গড়েছে এক বিব্রতকর রেকর্ড। প্রথমবারের মতো একটি টি-টোয়েন্টি ম্যাচে কোনো ব্যাটারের চারটি ক্যাচ মিস করেছে তারা। যদিও এর বেশিরভাগই ছিল কঠিন ক্যাচ। এর আগে এমন ঘটনা ঘটেছিল তিনবার—লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা, ইংল্যান্ডের জেসন রয় ও পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এক ম্যাচে চারবার জীবন পেয়েছিলেন।
ব্যক্তিগত এই অর্জনগুলো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার হলেও দলগত ব্যর্থতার কারণে ফাইনালের পথে তাদের সমীকরণ এখন আরও জটিল হয়ে গেল।