মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

টাইগারদের আগুনে বোলিং, ৫ রানেই পাকিস্তানের ২ ব্যাটার ফেরত

টাইগারদের আগুনে বোলিং, ৫ রানেই পাকিস্তানের ২ ব্যাটার ফেরত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচে টাইগারদের বোলিং তোপে মাত্র ৫ রানের মাথায় হারিয়েছে দুই উইকেট।

টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই পেসার তাসকিন আহমেদের বলে মাত্র ৪ রান করে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার শাহিবজাদা ফারহান। পরের ওভারেই স্পিনার মেহেদী হাসান সাজঘরে পাঠান সায়েম আইয়ুবকে। এ ক্যাচটিও তালুবন্দি করেন রিশাদ। ৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৫ রান।

আজকের ম্যাচটি কার্যত সেমিফাইনালের মর্যাদা পেয়েছে। কারণ সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই দুই ম্যাচ খেলে একটি করে জিতেছে। অন্যদিকে শ্রীলংকা টানা দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই ছিটকে গেছে। ফলে আজকের জয়ী দলই ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর শ্রীলংকার বিপক্ষে হেরে গেলে বিদায় নিশ্চিত ছিল পাকিস্তানের। তবে সেই বাঁচা-মরার লড়াইয়ে লংকানদের ৫ উইকেটে হারিয়ে টিকে আছে তারা। আত্মবিশ্বাসী দলটি এখন শিরোপার স্বপ্ন দেখছে। অলরাউন্ডার হুসেইন তালাত সরাসরি বলেছেন, ‘ট্রফি থেকে আমরা এখন মাত্র দুটি জয় দূরে।’ আর পেসার শাহিন আফ্রিদি ঘোষণা দিয়েছেন, ‘ফাইনালে ভারতকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো!’

অন্যদিকে ভারতের কাছে হেরেও এখনো ফাইনালের দৌড়ে আছে বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মে পাকিস্তানের চেয়ে এগিয়ে টাইগাররা। তাই পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য মোটেও অসম্ভব কিছু নয়।

শেষ পর্যন্ত হাসি কার মুখে ফুটবে, তা জানা যাবে ম্যাচ শেষেই। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা—তাই শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: