মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আফগানদের বিপক্ষে টি২০ সিরিজ নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে টি২০ সিরিজ নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক।

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ দুই ম্যাচেও লিটনের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন জাকের। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও অধিনায়কের দায়িত্ব তার হাতেই তুলে দিল বিসিবি।

সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন লিটন দাস। এ কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচের মতো আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারছেন না তিনি। লিটনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।
সম্প্রতি এনসিএল টি২০ টুর্নামেন্টে খুলনার হয়ে খেলছিলেন এই ওপেনার। এবার সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

বাংলাদেশের স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: