রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল তার দল
বিগ ব্যাশ লিগে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সে ম্যাচে জয়ের নায়কও ছিলেন তিনি। তবে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এবার ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করলেও দলীয় সাফল্য ধরা দেয়নি—হোবার্ট হারিকেন্সকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে।
ম্যাচের শুরুতেই রিশাদ দেখান নিজের স্পিনের ধার। উদ্বোধনী জুটিতে গড়া ৪৬ রানের জুটি ভেঙে তিনি ফেরান থমাস রজার্সকে। নিজের পরের ওভারেই শিকার করেন জো ক্লার্ককে। মাত্র দুই ওভারেই দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে স্টার্সের ইনিংসে চাপ তৈরি করেন এই বাংলাদেশি স্পিনার।
তবে তৃতীয় ওভারে কিছুটা খরুচে ছিলেন রিশাদ। ওই ওভার থেকে আসে ১৯ রান। ফলে তিন ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পর আর বোলিংয়ের সুযোগ পাননি তিনি। তবুও এদিন হোবার্টের বোলিং আক্রমণে একমাত্র উজ্জ্বল মুখ ছিলেন রিশাদই।
দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে মেলবোর্ন স্টার্সকে জয়ের পথে এগিয়ে নেন মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে। তাদের দৃঢ় ব্যাটিংয়ে ১৫৯ রানের লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় স্টার্সরা। শেষ পর্যন্ত ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মেলবোর্ন, আর ভালো বোলিং করেও আক্ষেপ নিয়েই ম্যাচ শেষ করতে হয় রিশাদ হোসেন ও তার দল হোবার্ট হারিকেন্সকে।



























