ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে
বিপিএলের উত্তাপ এখনো মাঠে থাকলেও সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। কারণ টুর্নামেন্ট শেষ হতেই দোরগোড়ায় উপস্থিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের বৈশ্বিক আসর, যেখানে অংশ নিতে ২৮ জানুয়ারি দেশ ছাড়বে লিটন দাসের নেতৃত্বাধীন দল। প্রস্তুতির জন্য হাতে সময় কম, তাই চলমান বিপিএলটিই জাতীয় দলের ক্রিকেটারদের প্রধান প্রস্তুতির জায়গা হয়ে উঠেছে। সেই প্রস্তুতিকে গুরুত্ব দিয়েই মাঠে নেমেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
সিলেট টাইটান্সের হয়ে খেলছেন ইমন। বিশ্বকাপকে সামনে রেখে বিপিএল কতটা সহায়ক—এ প্রসঙ্গে আজ (বুধবার) তিনি বলেন, ‘অবশ্যই এটা বিশ্বকাপের জন্য ভালো একটা প্রস্তুতি হবে। অনেকগুলো ম্যাচ থাকবে। তাই ভালো প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ যেতে পারব, ভালো করতে পারব।’
সিলেট দলের অবস্থা ও প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ইমন আরও যোগ করেন, ‘আমাদের দল খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দেওয়ার। অনুশীলন সেশনগুলো খুব ভালো হয়েছে, ভালো প্রস্তুতি নিয়েছি। সামনে কী হয় দেখা যাক।’
ঘরের মাঠে খেলার সুবিধার কথাও তুলে ধরেন তিনি— ‘হ্যাঁ, ঘরের মাঠের সুবিধা আমরা পেয়েছি। দল থেকে খুব ভালো ব্যবস্থাপনা ছিল, যা খেলোয়াড়দের জন্য সহায়ক।’
দলের পরিকল্পনা প্রসঙ্গে ইমন জানান, ‘খুব বেশি চিন্তা করছি না আমরা। চেষ্টা করব সবসময় ম্যাচ জেতার জন্য। স্বাভাবিক পরিকল্পনাই আছে।’
টি-টোয়েন্টিতে নির্দিষ্ট বলে সেঞ্চুরি করার কোনো লক্ষ্য আছে কি না—এমন প্রশ্নে ইমন বলেন, ‘না, বল নির্দিষ্ট না। সবাই চায় সেঞ্চুরি করতে, তবে আমি এসব ভেবে খেলি না। নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলতে চাই।’



























