রেকর্ডে ভাগ বসিয়ে রোনালদোর ‘সিউউ’ উদযাপনে মাতলেন এমবাপ্পে
রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেই যেন নিজের আলাদা যুগ শুরু করে দিলেন কিলিয়ান এমবাপ্পে। সেভিয়ার বিপক্ষে গোল করে তিনি ক্যালেন্ডার বছরে ৫৯ গোল পূর্ণ করেছেন—যা রিয়ালের জার্সিতে এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০১৩ সালের ৫৯ গোলের রেকর্ডে এবার ভাগ বসালেন ফরাসি তারকা।
জন্মদিনের রাতে পাওয়া এই গোল তাঁর জন্য ছিল বিশেষ। ৫৮ ম্যাচে ৫৯ গোল—যার মধ্যে রয়েছে ১১ জোড়া গোল, চার হ্যাটট্রিক ও এক ম্যাচে চার গোল। চলতি মৌসুমে লা লিগায় তাঁর গোল ১৮টি, চ্যাম্পিয়নস লিগে ৯ এবং কোপা দেল রেতে আরও ২—মোট ২৯ গোল।
ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, জন্মদিনে রিয়ালের হয়ে মাঠে নেমে জয়ে ভূমিকা রাখা ছিল সত্যিই স্বপ্নপূরণের মতো। রোনালদোর ‘সিউউ’ উদযাপন সম্পর্কে তিনি জানান, এটি ছিল তাঁর আদর্শকে সম্মান জানানোর উপায়।
গত ৩১ অক্টোবর ইউরোপের শীর্ষ গোলদাতা হিসেবে ক্যারিয়ারের প্রথম গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে।



























