সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ৪ জানুয়ারি ২০২৬

সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ

সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

এর ফলে ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। এতে সাধারণ মানুষ ও কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েন।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। 

এ সময় তারা ‘দাবি মোদের একটাই—সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং
‘সাকিব হত্যার বিচার চাই’—এমন নানা স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এই গড়িমসির প্রতিবাদেই তারা ফার্মগেট ব্লকেড কর্মসূচি পালন করছেন।

তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশ চিহ্নিত আসামি থাকা সত্ত্বেও প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। সেই সময় পার হওয়ার পর আবারও আরও ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। শিক্ষার্থীদের দাবি, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তিনি মারা যান।

এই ঘটনার পর থেকেই রানার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। এরই অংশ হিসেবে আজও তারা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

অন্যদিকে, সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় আন্দোলনের ঘোষণা দেওয়ায় তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

জনপ্রিয়