বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ৪ জানুয়ারি ২০২৬

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মোবাইল ব্যবসায়ীদের ব্লকেড কর্মসূচি পুলিশি বাধায় ভেঙে দেওয়া হয়েছে। জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদ এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। এতে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে অভিযান শুরু করে পুলিশ। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে জলকামান ব্যবহার করা হয়। পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

পরে পুলিশি অভিযানের মুখে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে সরে গিয়ে অবস্থান নেন।

তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, মোবাইল ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করায় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কয়েকজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রায় অর্ধশত মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জনপ্রিয়