কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ
ঢাকার কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হাসান মোল্লা নামে বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির পাশেই এ গুলির ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসান মোল্লা হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
আহতের ছোট ভাই রাকিব হোসেন জানান, হাসান মোল্লা রাতে জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে নির্বাচনী কাজ শেষ করে একই এলাকার একটি ওয়াজ মাহফিলে অংশ নেন। পরে ওয়াজ মাহফিল থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির কাছাকাছি এলে একটি মোটরসাইকেলে করে আসা দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১০টার পর হাসান মোল্লা নামে বিএনপির এক নেতাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।



























