রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী ২ বন্ধু নিহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন কলেজশিক্ষার্থী খাইরুল হোসেন কামরুল (২১) এবং তার বন্ধু মো. ইয়াসিন (২৫)।
শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া ওভারব্রিজের নিচে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
খাইরুল হোসেন কামরুলের ভগ্নিপতি মো. মোহসীন জানান, খাইরুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামে। তার বাবার নাম মো. হারুন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে পূর্ব ভাষানটেক দীন মোহাম্মদ কলোনিতে বসবাস করতেন। খাইরুল ভাষানটেক সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পথচারী মো. মাহাদী ইসলাম জানান, রাতে শনির আখড়া ওভারব্রিজের নিচে জটলা দেখে কাছে গিয়ে তিনি দু’জনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় সিএনজি যোগে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
অন্যদিকে, নিহত ইয়াসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামে। তার বাবার নাম মো. ফয়েজ উদ্দিন। তিনিও বর্তমানে ভাষানটেক এলাকায় থাকতেন এবং মোটরসাইকেলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে খাইরুল ও ইয়াসিন মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরে একটি বিয়ের দাওয়াতে যান। ফেরার পথে ঢাকায় আসার সময় যাত্রাবাড়ী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। মোটরসাইকেলটি ইয়াসিনের ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।



























