শনিবার ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ২৪ জানুয়ারি ২০২৬

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল শেষে নির্বাচনী প্রচারণা কেন্দ্রে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মারা গেছেন। হাসপাতাল সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 

এর আগে, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড  ঢালিকান্দি বিএনপির কার্যালয়ের সামনে তাকে গুলি করা হয়।

জানা গেছে তিনি একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এসে ঢালিকান্দি এলাকায় বিএনপির নির্বাচনী ক্লাবে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পেটের ভিতরে লেগেছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।