জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল
কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ-এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে তার মনোনয়ন স্থগিত রাখা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও মামলার বিষয় পর্যালোচনা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।
এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জামায়াত প্রার্থী এইচ এম হামিদুর রহমান আযাদ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা-র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে, কক্সবাজার-২ আসনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন— আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি), জিয়াউল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস), এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ) এবং মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।
উল্লেখ্য, মনোনয়ন বাতিল হওয়া এইচ এম হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।



























