সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ০৯:৫৩, ২ জুন ২০২৪

ঢাকার বাতাস আজ ‘গ্রহণযোগ্য’

ঢাকার বাতাস আজ ‘গ্রহণযোগ্য’
সংগৃহীত

প্রায় প্রতিদিনই বায়ুদূষণের তালিকায় বিশ্বের মধ্যে উঠে আসছে রাজধানীর ঢাকা।

রবিবার (২ জুন) এয়ার কোয়ালিটি ইনডেকক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ৮৩ যা খুবই অস্বাস্থ্যকর ও ১৭তম অবস্থান হিসেবে বিবেচিত করা হয়েছে। 

এদিকে বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০০ টি দেশের মধ্যে, উগান্ডার রাজধানী কাম্পালা ১৭৯ স্কোর নিয়ে শীর্ষে এবং ইন্দোনেশিয়ার জাকার্তাও ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। এছাড়া ভারতের দিল্লি আজ ১৫২ স্কোর নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে।

১০১ থেকে ১৫০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

আ/ম

সম্পর্কিত বিষয়: