বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

খাগড়াছড়ি প্রতিনিধি :

প্রকাশিত: ১২:০৪, ২১ মে ২০২৫

খাগড়াছড়ির ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী গ্রেপ্তার

খাগড়াছড়ির ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী গ্রেপ্তার
সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটকের পর মঙ্গলবার (২০ মে) রাতেই তাকে দীঘিনালা থানায় নিয়ে আসা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে দীঘিনালা থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

 

ওসি আরও বলেন, ঢাকার যাত্রাবাড়ী থানার পুলিশ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে মাহমুদা বেগমকে আটক করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

মাহমুদা বেগম লাকী খাগড়াছড়ি জেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিলেন। মেরুং ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়ী হয়ে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সম্পর্কিত বিষয়: