ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) রাতে রাণীশংকৈল উপজেলার চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, শাহরিয়ার আযম মুন্না উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সবশেষ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ক্রীড়া উপ-কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, গেল ৫ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা হয়। এ মামলায় অন্যান্য আসামিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্নাকেও আসামি করা হয়। এর আগে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন সাবেক শাহরিয়ার আযম মুন্না।
গোপন সংবাদের ভিত্তিতে তার উপস্থিতি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, রাতে রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার পতনের পর গেল ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করেন। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলাও হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।