শ্রীপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিকে হ রিয়াদ ইসলাম (২৫) নামের এক কোরআনের হাফেজ আত্নহত্যা করেছে।
সোমবার (১৮ আগস্ট) তিনটার দিকে ঢাকা - ময়মনসিংহ রেল সড়কের ৩৩২/২ থেকে ৩৩২/৩ নম্বর পিলারের মাঝখানে গাড়ারণ গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত রিয়াদ ইসলাম (২৫) নেত্রকোনা জেলা সদরের পাইগুড়া গ্রামের আ. ছাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকে ওই যুবক গাড়ারণ গ্রামে রেলসড়কের পাশে হাঁটা চলা করছিলো। পরে দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি এসে পড়লে ওই যুবক হঠাৎ করেই ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ।
প্রতক্ষদর্শী আল আমীন জানান, আমি সাতখামাইর যাচ্ছিলাম। দূর থেকে ওই যুবক রেল সড়কের পাশে দাড়িয়ে ছিলো। ট্রেন আসতে দেখে সে রেললাইনের আরো কাছে চলে যায়। তখন মনে হলো সে হয়তো ট্রেনের নিচে ঝাপ দিতে পারে। এরই মধ্যে ট্রেনটি খুব কাছে চলে আসে। তখন ওই যুবক ঝাপ দিয়ে ট্রেনের সামনে পড়লে ট্রেনের ধাক্কায় ঠিটকে পড়ে।
রেলওয়ে প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত কিম্যান মো. জাহাঙ্গীর আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ দেখতে পাই। রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।
শ্রীপুরের কর্তব্যরত স্টেশন মাষ্টার শামিম উদ্দিন জানান, ওই স্থানে ট্রেনে নিচে পরে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিবে।