মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১৯ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র‍্যাব কর্মকর্তা নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শহর-সংলগ্ন সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম মোতালেব। তিনি র‌্যাবের ডেপুটি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “র‌্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে একজন র‌্যাব কর্মকর্তা নিহত হন এবং তিনজন সদস্য আহত হন। আহত তিন র‌্যাব সদস্যকে একপর্যায়ে জিম্মি করা হলেও পরে তাদের উদ্ধার করা হয়।”

এদিকে, রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত র‌্যাব কর্মকর্তা মোতালেব কীভাবে মারা গেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিষয়টি জানতে র‌্যাব-৭–এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

তবে রাত সাড়ে ৮টার দিকে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়। এতে চারজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রাম শহরসংলগ্ন পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে গত চার দশকে পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। সেখানে একাধিক স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতির অভিযোগ রয়েছে। বর্তমানে এলাকাটির দুটি সমিতির অধীনে প্রায় ৩০ হাজার সদস্য রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের নিজস্ব পরিচয়পত্র থাকায় বহিরাগত কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে প্রবেশ কঠিন হয়ে পড়ে।

এর আগেও জঙ্গল সলিমপুরে একাধিক অভিযান চালাতে গিয়ে র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হয়েছেন।

সর্বশেষ