বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৭, ২০ জানুয়ারি ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি লার্নিং সেন্টারসহ একাধিক স্থাপনা আগুনে পুড়ে গেছে। তবে দৃষ্টে, আগুনে কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এক পর্যায়ে আগুন আবার ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।”

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দশটির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।