বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ২০ জানুয়ারি ২০২৬

দিনাজপুরে ৬টি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

দিনাজপুরে ৬টি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ছবি: সংগৃহীত

দিনাজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে জেলার ছয়টি আসনে চূড়ান্তভাবে মোট ৪০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল পাঁচটায় মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হলে দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী সুধীর চন্দ্র শীল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। 

দিনাজপুর–৩ (সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রেজাউল করিম মনোনয়ন প্রত্যাহার করে নেন।

দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. আব্দুল আহাদকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। একই আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কাদের চৌধুরীও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এছাড়া দিনাজপুর–৬ (বিরামপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট–হাকিমপুর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী আব্দুল হক শেষ দিনে এসে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়ন প্রত্যাহার শেষে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে— দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে ৬ জন, দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে ৮ জন, দিনাজপুর–৩ (সদর) আসনে ৮ জন, দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনে ৪ জন, দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে ৭ জন এবং দিনাজপুর–৬ (বিরামপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট–হাকিমপুর) আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।