বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৭:৫১, ২০ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হলেন পুলিশ সদস্য

টাঙ্গাইলে প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হলেন পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় গুলিবিদ্ধ হয়েছেন মাসুম মিয়া (১৯) নামে এক পুলিশ সদস্য। গুরুতর আহত অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মাসুম মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির এলাকার বকুল মিয়ার ছেলে। তিনি পুলিশে যোগদানের পর প্রশিক্ষণরত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টারের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক উজ্জামান জানান, সকালে অস্ত্র চালনার প্রশিক্ষণের সময় দুর্ঘটনাবশত মাসুম গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, প্রশিক্ষণের সময় অন্য এক প্রশিক্ষণার্থীর চায়না রাইফেল থেকে মিস ফায়ার হওয়া একটি গুলি মাসুম মিয়ার পিঠে বিদ্ধ হয়। গুলিটি তার বুকের পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।