মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ময়মনসিংহ প্রতিনিধি :

প্রকাশিত: ০৯:৩৬, ২৬ আগস্ট ২০২৫

নান্দাইলে এনসিপির ৪ নেতার পদত্যাগ

নান্দাইলে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা কমিটি থেকে ৪জন সদস্য পদত্যাগ করেছেন। সংগঠনের নীতি, নৈতিকতা ও আদর্শ বজায় না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে এমনটি উল্লেখ করা হয়েছে।  

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের কাছে পদত্যাগপত্রের অনুলিপি হস্তান্তর করা হয়।
এর আগে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন পদত্যাগকারী নেতারা।

পদত্যাগকারী নেতারা হলেন- এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মন্ডল, শেখ সাদি এবং মোহাম্মদ উল্লাহ।

তারা পদত্যাগপত্রে উল্লেখ করেন, আমরা উক্ত দলের সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকায় আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পদত্যাগের বিষয়টি আমি এখনো জানি না। কেন তারা পদত্যাগ করবেন সেটাও আমার জানা নেই।