সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:০৯, ৮ সেপ্টেম্বর ২০২৫

৭৫ বছর বয়সে বিএ পাস, বাউবির সংবর্ধনায় সাদেক আলী

৭৫ বছর বয়সে বিএ পাস, বাউবির সংবর্ধনায় সাদেক আলী
ছবি: সংগৃহীত

৭৫ বছর বয়সে বিএ ডিগ্রি অর্জন করেছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা সাদেক আলী প্রমাণিক। তার এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

রোববার (৭ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সদ্য বিএ ডিগ্রিধারী সাদেক আলী নাটোরের দিঘাপতিয়া এম কে কলেজ থেকে পাস করেছেন। অনুষ্ঠানে তার শিক্ষা জীবনের অদম্য প্রচেষ্টা ও অধ্যবসায়কে সবার সামনে তুলে ধরা হয়।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “অসুস্থ শরীর আর ভাঙা পা নিয়েও ৭৫ বছর বয়সে বিএ পাসের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই। সাদেক আলী কেবল ডিগ্রি অর্জন করেননি, তিনি প্রমাণ করেছেন ইচ্ছাশক্তিই মানুষের প্রকৃত শক্তি। তার জীবনগাথা সমাজের জন্য এক উজ্জ্বল প্রেরণা।”

ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থী সাদেক আলী জানান, “শৈশবে বাবা-মাকে হারিয়ে অনেক কষ্টের মধ্যে বড় হয়েছি। আর্থিক সংকটে ইন্টারমিডিয়েটের পর পড়াশোনা থামিয়ে কৃষিকাজে মনোযোগ দিই। তবে ২০১৬ সালে হজ পালন শেষে ছেলের উৎসাহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকে নতুন করে শিক্ষার প্রেরণা পাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও এসময় উপস্থিত ছিলেন।