শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ২০ ডিসেম্বর ২০২৫

ভালুকায় হিন্দু যুবক হত্যাকাণ্ড: জবি রিপোটার্স ইউনিটির তীব্র নিন্দা

ভালুকায় হিন্দু যুবক হত্যাকাণ্ড: জবি রিপোটার্স ইউনিটির তীব্র নিন্দা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তার মৃতদেহে আগুন দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিইউ)।

শনিবার (২০ ডিসেম্বর) জবিরিইউর সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হাসান যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অভিযোগের সত্যতা যাচাই ও বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও আদালতের। কোনো অভিযোগের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা মানবাধিকার, আইনের শাসন ও সামাজিক সহনশীলতার চরম লঙ্ঘন।

নেতৃবৃন্দ আরও বলেন, ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে সংঘটিত সহিংসতা কোনো ধর্মই সমর্থন করে না। বিচারবহির্ভূত হত্যা ও গণপিটুনি একটি সভ্য রাষ্ট্রব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এর ফলে সমাজে ভয়, বিভাজন ও অস্থিরতা তৈরি হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।

একই সঙ্গে জবিরিইউ দেশবাসীকে গুজব ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে।

জনপ্রিয়