শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ২০ ডিসেম্বর ২০২৫

আমাকে মোটা বলে বাদ দেওয়া হয় : রাধিকা

আমাকে মোটা বলে বাদ দেওয়া হয় : রাধিকা
ছবি: সংগৃহীত

চকচকে পর্দার আড়ালে গ্ল্যামার আর জনপ্রিয়তার ঝলমল আলো থাকলেও, নায়িকাদের জন্য সৌন্দর্যের মানদণ্ড যেন সবসময়ই নির্মমভাবে একরৈখিক—হতেই হবে স্লিম, নিখুঁত, নির্ভুল! এই চাপ সামলাতে গিয়ে বহু তারকাই মানসিক যন্ত্রণা বয়ে বেড়ান। এমনই অমানবিক অভিজ্ঞতার কথা আবারও সামনে আনলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। শিল্পীর দায়বদ্ধ স্বীকারোক্তি বলিউডের বাস্তবতার এক কঠিন মুখ উন্মোচন করেছে—সামান্য ওজন বাড়লেই ক্যারিয়ার হারানোর ভয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে রাধিকারের অভিনয় জীবনের শুরুর দিকের একটি তিক্ত স্মৃতি। তখন একটি বড় প্রোডাকশনের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। সব ঠিকঠাক চললেও শুটিং শুরুর আগেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা।

রাধিকা জানান, শুটিংয়ের আগে তিনি ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং বিষয়টি আগেই সংশ্লিষ্টদের জানিয়েছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন—ছুটিতে ডায়েট মেনে চলবেন না, ফলে ওজন সামান্য বাড়তে পারে।

তার ভাষায়, “তখন আমার বয়স কম ছিল। মেটাবলিজম ছিল দারুণ। জানতাম ফিরে এসে সহজেই ওজন কমিয়ে আনতে পারব।”

তবে ভাগ্য তার জন্য ভিন্ন সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। শুটিংয়ের আগে একটি ফটোশুটে অংশ নিতে হয় তাকে। সেখানে ক্যামেরায় তার শরীরকে কিছুটা ভারী দেখায়। ব্যস—‘মোটা’ বলে সোজা বাদ পড়ে যান তিনি।

এই ধাক্কায় মানসিকভাবে ভেঙে পড়েন রাধিকা। ওজন নিয়ে ভয় কাজ করতে শুরু করে তার মধ্যে—সামান্য বাড়লেই অস্থির হয়ে যেতেন যে আবার কাজ হারাতে না হয়। এই ভয়, চাপ আর অনিরাপত্তা তাকে দীর্ঘ সময় এক গভীর ট্রমার মধ্যে আটকে রাখে। শেষ পর্যন্ত পেশাদার মনোবিদের শরণ নিতে হয় তাকে।

সম্প্রতি মা হয়েছেন রাধিকা আপ্তে। মাতৃত্বের পর স্বাভাবিকভাবেই তার ওজন কিছুটা বেড়েছে। কিন্তু এবার আর সেই পুরোনো আতঙ্ক নেই। অতীতের অভিজ্ঞতা পেছনে ফেলে এখন তিনি নিজেকে নতুন এক দৃষ্টিতে দেখছেন—স্বচ্ছন্দ, আত্মবিশ্বাসী এবং বাস্তব জীবনের প্রতি বেশি কৃতজ্ঞ।

রাধিকারের এই খোলামেলা স্বীকারোক্তি আবারও মনে করিয়ে দিল—পর্দা কাঁপানো তারকাদের হাসির আড়ালেও লুকিয়ে থাকে কঠোর মানসিক চাপ, বডি শেমিং আর নির্মম সৌন্দর্য-সংস্কৃতির দহন। তাদেরও লড়াই করতে হয় অমানবিক প্রত্যাশার বিরুদ্ধে।

সর্বশেষ

জনপ্রিয়