শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ২০ ডিসেম্বর ২০২৫

‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলার সব অনুষ্ঠান

‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলার সব অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আয়োজন ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাট্যদল ‘অবলোকন’-এর ‘গন্ধসূত্র’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুক্রবার নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও একাডেমির সিদ্ধান্তে তা বাতিল করা হয়।

নাটকের নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন জানান, ‘দেশের অরাজক পরিস্থিতির কারণে শিল্পকলা একাডেমি আজ বন্ধ রাখা হয়েছে। ফলে আমাদের নির্ধারিত প্রদর্শনীও বাতিল করতে হয়েছে।’

শুক্রবার সকালে অবলোকনের ফেসবুক পেজে জানানো হয়, ‘অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে দেশের অরাজক পরিস্থিতিতে আজকের (১৯ ডিসেম্বর, শুক্রবার) প্রদর্শনী বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরতের ব্যবস্থা করা হবে।’

শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বলেন, ‘অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।’

জনপ্রিয়